আজ ১৬ ডিসেম্বর।মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন।বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।৩০লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রেবাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।বাংলা বাজার অনলাইন শপ ৪৯তমবিজয় বার্ষিকীতে স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বিজয়ের মাস জুরে গ্রাহকদের জন্য থাকবে ৪৯/- টাকায় ডেলীভারী।
Recent Comments